ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

নির্যাতনের বিচার দাবি হিন্দু পরিষদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৩ নভেম্বর ২০২৩  
নির্যাতনের বিচার দাবি হিন্দু পরিষদের

বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হিন্দু নির্যাতনের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ।

শুক্রবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দীপঙ্কর দীপুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সভাপতি অনুপ কুমার দত্ত, গৌরঙ্গ মণ্ডল, সাধারণ সম্পাদক সাজন কুমার, মুখপাত্র অ্যাডভোকেট সুমন কুমার রায়, বাসুদেব গুহ, সুবত, পি.সি. হালদার, দেবাশীষ পান্ডে, সজীব বিশ্বাস, বাংলাদেশ হিন্দু যুবপরিষদের মনীষ বালা, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সভাপতি দেবব্রত নন্দী, সাধারণ সম্পাদক উজ্জল কর্মকার, জুয়েল দেব প্রমুখ।

দীপঙ্কর শিকদার দীপু বলেন, আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি। বিচার চেয়েও পাচ্ছি না। আমরা হিন্দুরা শতভাগ মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করলেও আজ অবহেলিত। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হিন্দুরা নির্যাতিত হচ্ছে, মঠ মন্দির প্রতিমা ভাঙচুর হচ্ছে।

মানববন্ধনে সাজন কুমার হিন্দুদের ওপর নির্যাতন বন্ধের দাবিসহ দেশে আইনের সুশাসন নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ।

/মামুন/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়