ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

মিরপুরে আড়াই ঘণ্টা পর রাস্তা ছাড়লেন পোশাকশ্রমিকেরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১২ নভেম্বর ২০২৩  
মিরপুরে আড়াই ঘণ্টা পর রাস্তা ছাড়লেন পোশাকশ্রমিকেরা

পুলিশের সঙ্গে সংঘর্ষে সহকর্মী নিহতের প্রতিবাদে ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মিরপুর ১০ ও ১১ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। আড়াই ঘণ্টা পর তারা রাস্তা ছেড়ে সরে যান।

রোববার (১২ নভেম্বর) মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা করে সমাধান করা হবে এই আশ্বাস দিলে শ্রমিকরা সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর সড়ক থেকে সরে পড়ে। তারপরও অনেকাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

পড়ুন: মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 

এর আগে রোববার সকাল ৮টা থেকে শ্রমিকেরা মিরপুরে সড়কের দুই পাশে অবস্থান করে বিক্ষোভ শুরু করেন।  শ্রমিকেরা বলছেন, ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণায় তারা সন্তুষ্ট নন। এছাড়া গতকাল শনিবার কারখানায় কাজে যোগ দিতে গিয়ে দেখেন সবার বেতন সমান হারে বাড়েনি। 

উল্লেখ্য, কিছুদিন ধরে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকরা আন্দোলন করে আসছেন। ৭ নভেম্বর ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করে মজুরি বোর্ড। যা প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শ্রমিকদের একাংশ।

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়