ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

বিমানের স্টাফ বাসে আগুন, দগ্ধ ১

প্রকাশিত: ১১:০৭, ১৩ নভেম্বর ২০২৩  
বিমানের স্টাফ বাসে আগুন, দগ্ধ ১

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টাফ বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মানিক দাস (৪৫) নামে একজন দগ্ধ হয়েছেন। তিনি বিমানের ক্লিনার হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে।

রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানী এলাকায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, মানিক দাসের শরীরের ৫ শতাংশ ফ্লেম বার্ন রয়েছে। তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

আরো পড়ুন:

দগ্ধ মানিক দাস বলেন, রাতে এয়ারপোর্টে ডিউটি শেষে ২০ থেকে ২৫ জন বিমানের স্টাফ বাসে করে বাসায় ফিরছিলাম। এয়ারপোর্ট থেকে বনানীতে ঢোকার সময় জানালা দিয়ে তরল পদার্থ ছুড়ে মারা হয়। এতে গাড়িতে আগুন ধরে যায়। এ সময় আমার ডান হাত ও বাম পা দগ্ধ হয়। পরে ওই বাসে থাকা তপু নামে একজন সহকর্মী আমাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। 

/হাসান/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়