রাজধানীতে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
দগ্ধরা হলেন-স্টিল মিলের শ্রমিক রবিউল ইসলাম, আমিরুল ইসলাম, শাহ আলম ও মাজহারুল ইসলাম।
স্টিল মিলের আরেক শ্রমিক মাইনুল হোসেন জানান, রাতে তিনি খবর পান, স্টিল মিলের ভেতরে বিস্ফোরণ হয়েছে। এতে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে তিনি সেখান থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তবে কারখানায় কী কারণে বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে জানাতে পারেননি তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ ৪ জনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা চলেছে। এদের মধ্যে রবিউলের মুখ কিছুটা পুড়ে গেছে। আর আমিরুলের দুই হাতে সামান্য দগ্ধ হয়েছে। এছাড়া বাকি দুইজন সামান্য দগ্ধ হয়েছেন।
/এসবি/