ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

প্রকাশিত: ১০:১২, ১৯ নভেম্বর ২০২৩  
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে রাস্তা পারাপারে সময় লরির ধাক্কায় বিলকিস আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে দশটার দিকে খিদমাহ হাসপাতালের সামনের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহত বিলকিস আক্তার গাজীপুরের শ্রীপুর থানার বালিয়াডাঙ্গা গ্রামের হাসান আলীর কন্যা। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিহতের স্বামী আব্দুর রউফ বলেন, ‘শনিবার রাতে আমি ও আমার স্ত্রী দুজন হেঁটে খিদমাহ হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলাম। এ সময় দ্রুতগামী একটি লরি আমার স্ত্রীকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে ঢামেকে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’

আরো পড়ুন:

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়