ইউএনআইডিতে যে প্রস্তাব দিলো বাংলাদেশ
টেকসই সরবরাহ শৃঙ্খল বিকাশে সদস্য রাষ্ট্রের সক্ষমতা জোরদার এবং উৎপাদনশীল ও স্থিতিস্থাপক বিষয়ে বাংলাদেশের উদ্যোগে উত্থাপিত প্রস্তাবটি ভিয়েনায় ইউনিডোর ২০তম সাধারণ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও)’র ১৭২টি সদস্য রাষ্ট্রের সরকারপ্রধান, মন্ত্রী ও উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল সপ্তাহব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
কোভিড মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে ব্যাপক ব্যাঘাত ঘটে যা সারা বিশ্বে উৎপাদক, শিল্প ও ভোক্তাদের প্রভাবিত করেছে।
প্রস্তাবটি ইউএনআইডিওকে বিভিন্ন দেশ ও অর্থনীতিকে সাপ্লাই চেইন স্থিতিস্থাপকতা উন্নীত করতে সাহায্য করবে এবং তাদের ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত করবে।
প্রস্তাবটি সংশ্লিষ্ঠ অংশীজনের মধ্যে প্রয়োজনীয় আলাপ-আলোচনা উৎসাহিত করবে এবং উৎপাদনকারী দেশ ও সরবরাহকারীদের সমর্থন করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিশ্ব ও আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলের স্থায়িত্ব, স্থিতিস্থাপকতা ও উৎপাদনশীলতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।
/পারভেজ/এসবি/