ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৮

প্রকাশিত: ২২:২১, ৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২২:২২, ৬ ডিসেম্বর ২০২৩
মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৮

রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পে আগুনের ঘটনায় আট জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, মহাখালী আগুনের ঘটনায় আট জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), সালাউদ্দিন (৪৫), আমির হোসেন (৩২), কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।

দগ্ধ মো. মামুন শেখ জানান, তারা সবাই পাম্পের কর্মচারী। রাত আনুমানিক ৮টার দিকে তারা যখন কাজ করছিলেন, তখন পাম্পের ভেতর মেইন গ্যাস পাইপ বিকট শব্দে বিস্ফোরণ হয়। তখন সেখানে আশপাশে থাকা তারা সবাই দগ্ধ হন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, রয়েল পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ওখানে পুলিশ সদস্যরা কাজ করছেন। আহতদের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এর আগে, রাত ৮টা ৮‌ মি‌নিটে রাজধানীর মহাখালী রয়েল পেট্রোল পাম্পে আগুনের ঘটনা ঘটে। তেজগাঁও ফায়ার স্টেশনের চারটি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কোনও তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়