ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৭ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ৯ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৮:৪৬, ৯ ডিসেম্বর ২০২৩
নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৭ 

ছবি: প্রতীকী

নভেম্বরে সারাদেশে ৫৪১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৬৭ নিহত ও ৬৫২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫০ নারী ও ৬৬ জন শিশু রয়েছে। 

শনিবার (৯ ডিসেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সংগঠনটি জানিয়েছে, ২৬০টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ১৮১ জন। যা মোট নিহতের ৩৮.৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮.২৬ শতাংশ। দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২২. ৬৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৮ জন। অর্থাৎ ১৪.৫৬ শতাংশ। এ সময় পাঁচটি দুর্ঘটনায় পাঁচ নিহত ও তিন জন আহত হয়েছেন। এ ছাড়া, ২২টি রেল দুর্ঘটনায় ১৯ নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যানটি করা হয় বলে সংগঠনটি দাবি করেছে।

ঢাকা/মাকসুদ/এনএইচ 


সর্বশেষ

পাঠকপ্রিয়