ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ০৯:১৩, ১১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৯:২৮, ১১ ডিসেম্বর ২০২৩
মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. সালাউদ্দিন আহম্মেদ (৪০) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই জনে।

রোববার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় গত ৭ ডিসেম্বর আবুল খায়ের(৪০ বছর) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সালাউদ্দিনের শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিলো। এর আগে আবুল খায়ের নামে আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও বলেন, মহাকালী  ফিলিং স্টেশনে বিস্ফোরণে ঘটনায় দগ্ধ অবস্থায় আট জন হাসপাতালে ভর্তি হন। তারমধ্যে দুজন মারা গেছেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আরও ৫ জন চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে আট জন দগ্ধ হয়। 

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়