শাহবাগ থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর হাইকোর্ট মাজার গেটের সামনে থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬২) মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে হাইকোর্ট মাজার বটতলা থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানতে পারেনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়না তদন্ত শেষে প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঢাকা/এনএইচ