ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

উপস্থিতি কম, বাকি সব ওকে: পর্তুগাল পর্যবেক্ষক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৭ জানুয়ারি ২০২৪  
উপস্থিতি কম, বাকি সব ওকে: পর্তুগাল পর্যবেক্ষক

ছবি: মেসবাহ য়াযাদ

ভোটকেন্দ্রের অবস্থা সুন্দর। কোনো ঝামেলা ছাড়াই ভোটগ্রহণ চলছে। তবে ভোটারের উপস্থিতি অনেক কম। আরও বেশি হলে ভালো হতো বলে জানান পর্তুগাল থেকে আসা নির্বাচন পর্যবেক্ষক পাওলো কাসাকা।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচনি পর্যবেক্ষক পাওলো কাসাকা সাংবাদিকদের কাছে এভাবেই তার বক্তব্য তুলে ধরেন।

পাওলো কাসাকা বলেন,  ভোটকেন্দ্র ঘুরে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে মনে হয়েছে-সবকিছু ঠিক আছে। পুরুষদের চেয়ে নারীরা ভোটে বেশি আগ্রহী। কেবল ভোটার উপস্থিতি অনেক কম।

পাওলো বলেন, প্রধান বিরোধীদল নির্বাচনে অংশ নিলে ভোটার উপস্খিতি হয়তো আরও বেশি হতো। আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে নির্বাচন হলে সেটা অনেক ভালো ও সুন্দর হতো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুনেছি ভোটকে কেন্দ্র করে অনেক সহিংসতা হবে। বাস্তবে সেরকম কিছু এখনো চোখে পড়েনি।

প্রসঙ্গত, ঢাকা-২০ (ধামরাই) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমদ। এছাড়াও স্বতন্ত্র হিসেবে আছেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ মালেক ও মো. মোয়াদ্দেস হোসেন।

/মেয়া/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়