ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

রংপুর-১: ৪৩ কেন্দ্রের ফল 

আ.লীগ নেতা থেকে ২৪ হাজার ভোটে পিছিয়ে রাঙ্গা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ২০:১৬, ৭ জানুয়ারি ২০২৪
আ.লীগ নেতা থেকে ২৪ হাজার ভোটে পিছিয়ে রাঙ্গা

মসিউর রহমান রাঙ্গা

রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের নির্বাচনি ফলে স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান (রাঙ্গা) পিছিয়ে পড়েছেন। ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্রের ফলে দেখা গেছে, মশিউর রহমান স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামানের থেকে ২৪ হাজার ২২০ ভোটে পিছিয়ে আছেন।

প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, মসিউর রহমান ট্রাক প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩৬৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ নেতা) মো. আসাদুজ্জামান পেয়েছেন ৩২ হাজার ৫৮৮ ভোট।

উল্লেখ্য, এ আসনে আওয়ামী লীগ মনোনীত কোনও প্রার্থী নেই। এ ছাড়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার লাঙ্গল প্রতীক নিয়ে তৃতীয় অবস্থানে আছেন। 

আমিরুল/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়