ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

শীতের দাপট চলবে আরও কয়েক দিন, বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ১২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:৩৬, ১২ জানুয়ারি ২০২৪
শীতের দাপট চলবে আরও কয়েক দিন, বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে শীতের তীব্রতা বেড়েছে। শৈত্যপ্রবাহ না থাকার পরও দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। রাজধানীতেও হিমেল বাতাস ও শীত টের পাওয়া যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন কনকনে শীত থাকতে পারে। তীব্র কুয়াশাও থাকবে। কুয়াশার কারণে দেশজুড়ে শীতল আবহাওয়া থাকতে পারে। এছাড়া শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে ১৮ থেকে ২০ জানুয়ারি দেশব্যাপী বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন:

শুক্রবার (১২ জানুয়ারি) রাইজিংবিডির দিনাজপুর প্রতিনিধি মোসলেম উদ্দিন জানিয়েছেন, দিনাজপুরে ৩ দিন ধরে দেখা মিলছে না সূর্যের। জেলায় একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে আরও ১ ডিগ্রি সেলসিয়াস। আজ  সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা ৯৭  শতাংশ।

বেড়েছে শীত, জনজীবনে দুর্ভোগ
সর্বনিম্ন তাপমাত্রা এবং দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমায় দিনাজপুরে শীতের তীব্রতা বেড়েছে। দিনাজপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানান, গত দুই দিনের ব্যবধানে দিনাজপুরের তাপমাত্রা কমেছে।

দিনাজপুর প্রতিনিধি জানান, ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস আর কনকনে শীতে বিপাকে পড়েছে জেলার সাধারণ মানুষ। এ পরিস্থিতিতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। কনকনে শীতে কাজে বের হতে পারছেন না অনেকে।

রাইজিংবিডি ডটকমের নীলফামারী প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুন জানিয়েছেন, উপজেলায় তিন দিন ধরে সূর্যের দেখা মিলছে না। হাড়-কাঁপানো শীতে জবুথবু জনজীবন। কুয়াশা ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শীত সর্বনিম্ন তাপমাত্রার চেয়েও বেশি অনূভূত হচ্ছে বলে জানায় স্থানীয় আবহাওয়া অফিস।

শীত বেশি লাগছে যেসব কারণে
পৌষের শেষ সময়ে শৈত্যপ্রবাহ না থাকলেও উত্তরী হাওয়া কাঁপন ধরিয়ে দিচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র শীত অনুভূত হচ্ছে।আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান, একদিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, এছাড়া দিনভর ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকায় দিনে সূর্যের আলো কম ছিল এবং মাঘের প্রাক্কালে উত্তরী হাওয়ার বেগ রয়েছে তুলনামূলক বেশি।

‘এসব কারণে শীতের অনুভূতি সবখানে বেড়েছে। এমন আবহাওয়া আরও দুয়েকদিন অব্যাহত থাকবে। এক সপ্তাহ পরে হালকা বৃষ্টির আভাসও রয়েছে।’

[প্রতিবেদনটি তৈরি করতে সহায়তা করেছেন দিনাজপুর প্রতিনিধি মোসলেম উদ্দিন ও নীলফামারী প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুন ]

/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়