ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঢাকা মেডিক্যালে হাজতির মৃত্যু

প্রকাশিত: ১০:৪৭, ১৫ জানুয়ারি ২০২৪  
ঢাকা মেডিক্যালে হাজতির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ফারুক হোসেন (৪৮ বছর) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জনুয়ারি) রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে দ্রত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

কারারক্ষী মোহাম্মদ আনিস জানান, রাতে ফারুখ হোসেন নামে এক হাজতি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ফারুখ কোন মামলায় আসামি হিসেবে কারা ভোগ করছিলেন সেটা আমি জানি না। তবে তার হাজতি নম্বর ২৪। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

ঢাকা/ইভা

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়