ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

তাইওয়ান ইস্যুতে উস্কানি থেকে বিরত থাকার আহ্বান বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ১৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৮:৩০, ১৬ জানুয়ারি ২০২৪
তাইওয়ান ইস্যুতে উস্কানি থেকে বিরত থাকার আহ্বান বাংলাদেশের

তাইওয়ান ইস্যুতে যেকোনো অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ তাইওয়ানের সাম্প্রতিক নির্বাচনকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে। বাংলাদেশ 'এক চীন' নীতির প্রতি দৃঢ় আনুগত্য পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে যেকোনো অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার এবং জাতিসংঘের সনদের আওতায় এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করার আহ্বান জানায়।

উল্লেখ্য, সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে।

ঢাকা/হাসান/ইভা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়