ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

স্বাস্থ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন: আয়ানের বাবা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ১৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:৩৮, ১৬ জানুয়ারি ২০২৪
স্বাস্থ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন: আয়ানের বাবা

প্রেসক্লাবের সামনে কথা বলেন আয়ানের বাবা। ছবি: মেসবাহ য়াযাদ

সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে আয়ানের মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিসহ চার দফা দাবি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন আয়ানের বাবা শামীম আহমেদ ও তার পরিবার। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আয়ানের বাবা সন্তানের মৃত্যুর ঘটনার বর্ণনা দেন। এর পাশাপাশি ৪ দফা দাবি তুলে ধরেন।

সচিবালয় থেকে বেরিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়ানের বাবা শামীম আহমেদ বলেন, মন্ত্রী আমাদের কথা শুনেছেন। 

তিনি বলেন, ‘সারা দেশের অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্ত্রী জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলে আয়ানের মৃত্যুর ব্যাপারে মন্ত্রী গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।  মন্ত্রী জানিয়েছেন, আগামীকাল আয়ানের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। চিকিৎসায় কোনো অবহেলা হয়ে থাকলে কোনো ছাড় দেওয়া হবে না।’ 

জানা গেছে, সারাদেশের অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তথ্য পাঠাতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও কয়েকবার অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তখন বন্ধ করা হয়েছে লাইসেন্স ছাড়া পরিচালিত অনেক হাসপাতাল-ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। এবার নতুন স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আবারও উদ্যোগ নিলো স্বাস্থ্য অধিদপ্তর।

মেয়া/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়