ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

হোটেলের টয়লেটে বিআইডব্লিউটিসির প্রকৌশলীর মরদেহ

প্রকাশিত: ১১:৩০, ১৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১১:৩৪, ১৭ জানুয়ারি ২০২৪
হোটেলের টয়লেটে বিআইডব্লিউটিসির প্রকৌশলীর মরদেহ

প্রতীকী ছবি

রাজধানীর নয়াপল্টনের একটি আবাসিক হোটেল থেকে মো. আব্বাস উদ্দিন (৫৫) নামে বিআইডব্লিউটিসির এক নির্বাহী প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আব্বাস উদ্দিন নয়া পল্টনের ভিআইপি রোডের ‘হোটেল দ্য ক্যাপিটাল’ এর ৩০৪ নম্বর কক্ষে ছিলেন।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে ওই কক্ষের দরজা ভেঙে টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বলেন, আব্বাস উদ্দিনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। গত ১৩ জানুয়ারি নয়া পল্টনের ওই হোটেলে ওঠেন তিনি। মঙ্গলবার দুপুরে তার হোটেল ছেড়ে যাওয়ার কথা ছিল।

আরো পড়ুন:

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, কোনো সাড়াশব্দ না পেয়ে তার ফোনে যোগাযোগের চেষ্টা করে হোটেল কর্তৃপক্ষ। ফোনেও না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। রাত ১২টার দিকে পুলিশ দরজা ভেঙে ঢুকে বাথরুমে লাশ পায়।

এসআই কামরুল বলেন, অসুস্থতার কারণে আব্বাসের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আব্বাস চট্টগ্রাম সদরঘাটে বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। অফিসের কাজে ১৩ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়