ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

‘টিআইবির প্রতিবেদনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ১৮ জানুয়ারি ২০২৪  
‘টিআইবির প্রতিবেদনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি’

নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে ‘আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি’ বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে তিনি সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক কোনও জার্নাল তাদের এই গবেষণা প্রকাশ করবে না। কারণ, এ গবেষণায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা হয়নি। সংসদ নির্বাচন নিয়ে যারা এই গবেষণা করেছেন, তাদের গবেষণার কোনও অভিজ্ঞতা নেই। আন্তর্জাতিক জার্নালে তাদের কোনও গবেষণা নেই। টিআইবির গবেষণা বৈজ্ঞানিক মিসকন্ডাক্টকে (অসদাচরণ) ছাড়িয়ে গেছে। তারা অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বিএনপির বর্জনের মধ্যে গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ২২৩ আসনে জয় পেয়ে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে। ওই নির্বাচন ‘অবাধ ও অন্তর্ভুক্তিমূলক’ হয়নি মন্তব্য করে বুধবার টিআইবির এক সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাপ্তি-অপ্রাপ্তিসহ এই নির্বাচনের সার্বিক অভিজ্ঞতা বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচনের ভবিষ্যতের জন্য অশনিসংকেত; গৌরবময় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা ও স্বপ্নের সাথে সাংঘর্ষিক।

ওই প্রতিবেদনের জন্য টিআইবির তীব্র সমালোচনা করছেন ক্ষমতাসীন দলের নেতারা। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টিআইবিকে ‘বিএনপির দালাল’ আখ্যায়িত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেছেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিদিন যে বক্তব্য দেন তা ‘একটু পরিশীলিতভাবে পরিবেশন’ করেছে টিআইবি।

এ আরাফাত বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের সুশীল সমাজ সততা ও নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে গবেষণা করবে এবং তার ফলাফল জনগণের সামনে তুলে ধরবে। টিআইবি যেটা করেছে, সেটা গবেষণা না, এটা তাদের মতামত।

‘নির্বাচনে কিছু অনিয়ম হলেও কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যারা অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশনের শক্ত অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়নি। বরং মিথ্যা ছড়িয়ে তাদের মনোবল দুর্বল করার চেষ্টা করা হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, তারা মানুষের মতামতকে তথ্য হিসেবে দেখিয়েছে। ৪২ হাজার কেন্দ্র থেকে মাত্র ৫০টি কেন্দ্রের ফলাফল নিয়ে পুরো নির্বাচন ঘিরে তৈরি রিপোর্ট কখনো সঠিক হতে পারে না। এত অল্প কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে কি করে এমন রিপোর্ট প্রকাশ করা সম্ভব?

আসাদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়