ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ন্যাম ও সাউথ সামিটে দেশের প্রতিনিধিত্ব করতে উগান্ডায় পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ২০ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৪১, ২০ জানুয়ারি ২০২৪
ন্যাম ও সাউথ সামিটে দেশের প্রতিনিধিত্ব করতে উগান্ডায় পররাষ্ট্রমন্ত্রী

জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে (সাউথ সামিট) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে মধ্য উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কেনিয়ায় ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ। এর আগে, গত বৃহস্পতিবার উগান্ডার উদ্দেশে রওনা দেন তিনি।

জানা যায়, ন্যামের ১৯তম শীর্ষ সম্মেলন শেষে আগামী ২১-২২ জানুয়ারি জি-৭৭ এবং চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া, জাতিসংঘের মহাসচিব এবং কমনওয়েলথ মহাসচিবের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং কেনিয়ায় ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ।

হাসান/ইভা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়