ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ২৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৪৪, ২৩ জানুয়ারি ২০২৪
সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রজ্ঞাপনটি জারি হয়।

এতে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।

সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জ্যেষ্ঠ সচিব কে, এম, আব্দুস সালাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি হয়।

আরো পড়ুন:

আলাদা আরেকটি প্রজ্ঞাপনে আরও পাঁচ জনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা হলেন— ইকবালুর রহিম (৮ দিনাজপুর -৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (৩৫ জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু (২০৫ নারায়ণগঞ্জ- ২), সাইমুম সরওয়ার কমল (২৯৬ কক্সবাজার -৩), এবং মাশরাফী বিন মর্তুজা (৯৪ নড়াইল-২)।

আসাদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়