ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

ডিএসসিসির ‘ঢাকা মেয়র কাপ’ শুরু ১০ ফেব্রুয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৩০ জানুয়ারি ২০২৪  
ডিএসসিসির ‘ঢাকা মেয়র কাপ’ শুরু ১০ ফেব্রুয়ারি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে ৪র্থ ‘ঢাকা মেয়র কাপ’ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা ১০ ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের মেয়র হানিফ মিলনায়তনে করপোরেশনের দ্বিতীয় পরিষদের ২৩তম সভায় তিনি এ তথ্য জানান।

মেয়র শেখ তাপস বলেন, গতকাল আমরা দ্বিতীয় বারের মতো পিঠা উৎসব করেছি এবং যথারীতি এবার সাকরাইন উৎসবও আয়োজন করেছি। সফল আয়োজনের জন্য আমাদের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

তার সাথে সাথে জানাতে চাই যে, বিগত ৩ বছরের ন্যায় এবারও আমরা ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে চলেছি। ইনশাআল্লাহ আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকা মেয়র কাপের উদ্বোধন করা হবে।

ঢাকা মেয়র কাপকে নতুন প্রজন্মের সাথে বন্ধন সুদৃঢ় করা অন্যতম উপায় উল্লেখ করে শেখ তাপস বলেন, এই আয়োজন জনগণের সাথে বিশেষত তরুণ প্রজন্মের সঙ্গে আমাদের বন্ধন সুদৃঢ় করার অন্যতম একটি উপায়। আমি চাইবো, বিগত বছরগুলোর মতো ৭৫টি ওয়ার্ড থেকেই অংশগ্রহণ থাকবে।

এই আয়োজনও এক ধরনের উৎসব। এর মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে এনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে বড় ধরনের ভূমিকা রাখতে পারব।

দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় করপোরেশন সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এ ছাড়াও, কাউন্সিলররা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

আসাদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়