ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন ইমরুল কায়েস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ৩১ জানুয়ারি ২০২৪   আপডেট: ২১:০২, ৩১ জানুয়ারি ২০২৪
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন ইমরুল কায়েস

এম এম ইমরুল কায়েস প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন উপসচিব। 

২০১৬ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছেন। বীর মুক্তিযোদ্ধা পিতা ও রত্নগর্ভা মায়ের সন্তান ইমরুল কায়েস ১৯৭৮ সালে মধুমতী নদীর তীরঘেঁষা নড়াইল জেলার নড়াগাতী থানার কামশিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 

পিতার চাকরিসূত্রে তিনি শৈশব-কৈশোর কাটিয়েছেন খুলনা শহরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে ইমরুল কায়েস স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে তিনি ইংরেজির খণ্ডকালীন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। 

আরো পড়ুন:

তিনি প্রায় সাড়ে পাঁচ বছর রাজধানীর বিভিন্ন খ্যাতনামা কলেজে শিক্ষকতা করেন। পরবর্তীতে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে সরকারি চাকরি শুরু করেন ইমরুল কায়েস।

পারভেজ/রফিক/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়