ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

পোশাক কারখানায় ছাঁটাই বন্ধের দাবি 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২৪  
পোশাক কারখানায় ছাঁটাই বন্ধের দাবি 

পোশাক কারখানাগুলোতে ছাঁটাই-বরখাস্ত বন্ধসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন করেছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনটির নেতারা দ্রুত গার্মেন্টস শ্রমিকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটাই চলছে, অভিযোগ করে তারা বলেন, শ্রমিক ছাঁটাই, বরখাস্ত বন্ধ করতে হবে। মালিকরা গ্রেড কারচুপির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।

শ্রমিকনেতারা আরও বলেন, শ্রমিকদের জন্য কারখানাভিত্তিক রেশন ব্যবস্থা চালু করতে হবে। শ্রমিকদের নামে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সব মামলা প্রত্যাহার করতে হবে। নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ