ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানালো ঢাকা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:১৮, ৬ ফেব্রুয়ারি ২০২৪
মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানালো ঢাকা

মিয়ানমারের রাষ্ট্রদূতের গাড়ি

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ। এর জেরে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে কড়া প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডে‌কে কড়া প্রতিবাদ জানানো হয়।

পড়ুন: মিয়ানমারের সেনাবাহিনী কী পরাজয়ের দ্বারপ্রান্তে

আরো পড়ুন:

সকাল ১১টায় মিয়ানমারের রাষ্ট্রদূত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মুহাম্মদ মাইনুল কবির তাকে তলব করে কড়া প্রতিবাদ জানান। দুজনের মৃত্যুর ঘটনা ছাড়াও সীমান্তে চলমান পরিস্থিতির কার‌ণে বাংলাদেশের উদ্বেগের কথাও জানান।

পড়ুন: কেন পালাচ্ছেন মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্যরা

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বান্দরবানের এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাছিনা বেগম (৫২) ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। এছাড়া নিহত রোহিঙ্গা পুরুষের (৫৫) পরিচয় জানা যায়নি।

পড়ুন: মিয়ানমারে গোলাগুলি: নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় আতঙ্ক

/হাসান/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়