রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ছবি
রাজধানীর কাওলা রেলগেটের সামনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ২৭ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর কাওলা রেলগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সানুমং মারমা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত যুবকের নাম ঠিকানা জানা যায়নি, তবে জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঢাকা/ইভা