ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা মৈত্রীকে শক্তিশালী করবে: জয়শংকর

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২০:৪০, ৭ ফেব্রুয়ারি ২০২৪
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা মৈত্রীকে শক্তিশালী করবে: জয়শংকর

দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে ভারতে স্বাগত জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

তিনি বলেছেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা আগামী দিনে মৈত্রীকে আরো শক্তিশালী করবে।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে প্রথম দ্বিপাক্ষিক সফরে মঙ্গলবার রাতে ভারত সফরে আসেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিল্লির হায়দ্রাবাদ হাউজে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেন হাছান মাহমুদ।

এর আগে বুধবার দুপুরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি। সরদার প্যাটেল ভবনে এ বৈঠকে আলোচনা শেষে রাজঘাটে মহাত্মা গান্ধীর দাহস্থান ও স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সৌধ পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন মন্ত্রী।

তিন দিনের সফরে বৃহস্পতি ও শুক্রবার বিবেকানন্দ ফাউন্ডেশনে বক্তৃতা এবং একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। 

হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়