ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

ইফাদের সভায় যোগ দিতে ইতালি যাচ্ছেন অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ১১ ফেব্রুয়ারি ২০২৪  
ইফাদের সভায় যোগ দিতে ইতালি যাচ্ছেন অর্থমন্ত্রী

ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর গভর্নিং কাউন্সিলের সভায় যোগ দিতে ইতালি যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ৭ দিনের সরকারি সফরে ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) তিনি ঢাকা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আবুল হাসান মাহমুদ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সভায় যোগ দিচ্ছেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমে ইফাদ’র প্রধান কার্যালয়ের প্লেনারি হলে সদস্য ১৭৭টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত গভর্নিং কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। 

পরের দিন ১৫ ফেব্রুয়ারি একই স্থানে ইফাদের গভর্নর অর্থাৎ সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের রাউন্ড টেবিল সভা অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী ইফাদ গভর্নিং কাউন্সিলের সভায় যোগদান শেষে সিঙ্গাপুর হয়ে আগামী ২০ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

উল্লেখ্য, ১৯৭৭ সালের ১৫ ডিসেম্বর ইতালির রোমে ইফাদ গঠিত হয়। সংস্থাটির বর্তমান সদস্য ১৭৭টি দেশ। বর্তমান প্রেসিডেন্ট স্পেনের নাগরিক আলভারো ল্যারিও। ২০২২ সালের ১ অক্টোবর ৪ বছরের জন্য তিনি দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের ফলস্বরূপ সংস্থাটি গঠিত হয়। ১৯৭০ সালের  প্রথমার্ধে বিশ্বব্যাপী খাদ্য সংকট উত্তরণের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ১৯৭৪ সালের সম্মেলনের ৩ বছর পর ১৯৭৭ সালের ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল গঠিত হয়। বিশ্বব্যাপী বিশেষত উন্নয়নশীল বিশ্বে কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি বিকাশের লক্ষ্যে সম্পদ সংগ্রহের উদ্দেশে সংস্থাটি গঠিত হয়। এটি জাতিসংঘের একটি অঙ্গ সংগঠন।

ঢাকা/হাসনাত/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়