ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৪  
জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ঢাকা জার্মানির উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী শুক্রবার থেকে রোববার (১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি) তিন দিনব্যাপী এ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন:

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সভাপতি ও জার্মান রাষ্ট্রদূত ড. ক্রিস্টোফ হিউজেনের আমন্ত্রণে এ সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি। সেই সঙ্গে অন্তত সাতটি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে বলে গতকাল বুধবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

/পারভেজ/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়