ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ইউডার মিডিয়া স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৪  
ইউডার মিডিয়া স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) যোগাযোগ ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের (সিএমএস) সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইউডা সিএমএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির একটি রেঁস্তোরায় অ্যালামনাইয়ের প্রথম কমিটি ঘোষণা করা হয়। এ সময় বিভাগের শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচন হয়েছেন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান। ২৭তম ব্যাচের শিক্ষার্থী কুশল ইয়াসিরকে সাধারণ সম্পাদক এবং ৩২তম ব্যাচের মাহাদী হাসানকে কোষাধ্যাক্ষ হিসেবে নির্বাচন করা হয়েছে।

কমিটির অন্যরা হচ্ছেন সহ-সভাপতি ৭ ব্যাচের ফজলে রাব্বি ডন (আরটিভি), ১০ ব্যাচের আরাফাত সিদ্দিকী সোহাগ (এটিএন নিউজ), ১২ ব্যাচের প্লাবন রহমান (নিউজ টোয়েন্টি ফোর)। যুগ্ম সম্পাদক ২৬ ব্যাচের রাজু হামিদ (নাগরিক টিভি), ২৪ ব্যাচের মিজানুর রহমান (গবেষণা শিক্ষার্থী, জাপান), ১৩ ব্যাচের মাবরুর রশিদ বান্না (নাট্যনির্মাতা), উপ-কোষাধ্যক্ষ ৩৮ ব্যাচের আব্দুল্লাহ আল মামুন দুর্বার (প্রতিদিনের বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক ২৬ ব্যাচের এসএম ইকবাল (সময় টিভি), সহ-সাংগঠনিক ৩৮ ব্যাচের আরিফ সজীব (ব্যবসায়ী)।

দফতর সম্পাদক ৪১ ব্যাচের দ্বীন ইসলাম চিশতী (যমুনা টিভি), ক্রীড়া বিষয়ক সম্পাদক ২৮ ব্যাচের সাজিদ আরাফাত (এখন টিভি), ৩৪ ব্যাচের নারী বিষয়ক সম্পাদক ফাহমিদা তাপসী (কালের কণ্ঠ), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ৪২ ব্যাচের ওয়ালিউল সাকিব (এটিএন নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ৪৫ ব্যাচের আরজে শাওন (ওয়াটারমার্ক), সমাজ কল্যাণ সম্পাদক ২৮ ব্যাচের মিথুন দাস কাব্য (ট্রাসবক্স লিমিটেড), সাংস্কৃতিক সম্পাদক ২৬ ব্যাচের মৃদুল পাল (ব্যবসায়ী), ছাত্র বিষয়ক সম্পাদক ৩৬ ব্যাচের আদনান আহমেদ আরজু (এখন টিভি) কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য হিসেবে আছেন ৯ ব্যাচের সামিউস সাকিব ইভান (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো), ১৫ ব্যাচের এন এইচ বাতেন (ব্যবসায়ী), ২৫ ব্যাচের তালাত মাহমুদ তোশান (ব্যবসায়ী), ২৭ ব্যাচের দীপু মালাকার (প্রথম আলো), ২৯ ব্যাচের রিশাদ হাসান (নগদ), ২৯ ব্যাচের আল তানভীর নেওয়াজ (আহসানিয়া মিশন), ৩৪ ব্যাচের নাজমুল হক চৌধুরী মুন্না (আর্ট ডিরেক্টর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০২ সালে যাত্রা শুরু করে ইউডার সিএমএস বিভাগ। দীর্ঘ ২২ বছরে পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করেছেন এই বিভাগে। কর্মরত আছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। ২০১৫ সালের ২৫ এপ্রিল বিভাগের সাবেক শিক্ষার্থীরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেন। এ লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটির তালিকাও প্রকাশ করা হয়। এরপর ২০১৭ সালের ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে এ বিষয়ে করণীয় নির্ধারণ করতে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুজিব খান। সেই উদ্যাগেরই শুক্রবার ঘোষণা করা হলো সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম।

/হাসান/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়