ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

কর্মস্থলে অনুপস্থিত

৬ কর্মীর একদিনের বেতন কাটল ডিএনসিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৪  
৬ কর্মীর একদিনের বেতন কাটল ডিএনসিসি

কর্মস্থলে অনুপস্থিত থাকায় অঞ্চল ২ এর ৬ কর্মীর একদিনের বেতন কেটেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ২ এ আকস্মিক পরিদর্শন করেন সচিব। এ সময় তিনি দেখতে পান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছু কর্মকর্তা-কর্মচারী তাদের কর্মস্থলে অনুপস্থিত। পরে তাদের লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়, সেখানেও তারা সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, দাখিলকৃত লিখিত জবাব পর্যালোচনা করে এবং সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এর ৩ (২) ধারা মোতাবেক এসব কর্মচারীদের ওই দিনের অনুপস্থিতির জন্য এক দিনের বেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এক দিনের বেতন কাটা যাওয়া ৬ জন কর্মচারীদের মধ্যে রয়েছেন অঞ্চল ২ এর চেইনম্যান মোহাম্মদ ইব্রাহিম, ভেকসিনেটর আব্দুল লতিফ, ভেকসিনেটর মোহাম্মদ আলম, কর্মী খোদেজা বেগম, কর্মী ইব্রাহিম মোল্লা এবং কর্মী জাহাঙ্গীর আলম তুষার।

মেয়া/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়