কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. নাদিম (৩০) নামে এক অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে নাদিম অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে আসলে সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাজতিকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মোহাম্মদ রাশেদ জানান, আজ সকালের দিকে নাদিম কারাগারে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল।
নাদিম কোন মামলার আসামি এ বিষয়ে মোহাম্মদ রাশেদ কোনো তথ্য দিতে না-পারলেও তিনি জানান, মৃতের পিতার নাম আব্দুল জব্বার, হাজাতি নম্বর ৪০৮৫/ ২৩। এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহম্মদ বাচ্চু মিয়া বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ মৃতের সুরুতহাল প্রতিবেদন তৈরি করবেন। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বুলবুল/তারা