ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বেইলি রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৭, ১ মার্চ ২০২৪   আপডেট: ০০:৫২, ১ মার্চ ২০২৪
বেইলি রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৬৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর আগুনের কারণ জানা যাবে।

এদিকে উদ্ধার হওয়া অনেকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ওই ভবনের কাচ্চি ভাই রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। অনেকেই এ সময় ভবনে আটকা পড়েন। 

/মাকসুদ/


সর্বশেষ

পাঠকপ্রিয়