ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ম‌ন্ত্রিসভায় নতুন মুখ

সন্ধ‌্যায় শপথ, ডাক পে‌লেন নজরুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১ মার্চ ২০২৪  
সন্ধ‌্যায় শপথ, ডাক পে‌লেন নজরুল ইসলাম

স‌চিবাল‌য়ে নতুন ম‌ন্ত্রী প্রতিম‌ন্ত্রিদের জন‌্য গা‌ড়ি প্রস্তুত ক‌রে রাখা হ‌য়ে‌ছে

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন আওয়ামী লী‌গ স‌রকারের ম‌ন্ত্রিসভার আকার বাড়‌ছে। ৩৭ সদস্যের মন্ত্রিসভায় যুক্ত হ‌চ্ছে আরও নতুন মুখ। দ‌লের পরী‌ক্ষিত একা‌ধিকবার সংসদ সদস‌্য নির্বা‌চিত সংসদ সদস্য, সংর‌ক্ষিত ম‌হিলা সংসদ সদস্য, এমনকি টেক‌নো‌ক্রেট কোটায় ম‌ন্ত্রিসভার সদস‌্য করা হ‌তে পা‌রে।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিম‌ধ্যে চট্টগ্রাম-১৪ থে‌কে তিনবা‌রের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী‌কে শপথ গ্রহ‌ণের জন‌্য ডাকা হ‌য়ে‌ছে। তা‌কে প্রতিমন্ত্রী করা হ‌তে পা‌রে। তার নির্বাচনী এলাকার মানুষ এই খব‌রে উল্লাস কর‌ছেন। তারা সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে এজন‌্য প্রধানমন্ত্রী‌কে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন। তাছাড়া আরও বেশ ক‌য়েকজন‌কে মন্ত্রিসভায় যুক্ত করা হ‌চ্ছে।

শুক্রবার সকালে সাংবা‌দিক‌দের নজরুল ইসলাম চৌধুরী এম‌পি জানান,আজ শুক্রবার সন্ধ্যায় আমাকে বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

একাত্ত‌রের রণাঙ্গ‌নের সৈ‌নিক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর জন্ম ১৯৫২ সালে। পেশায় ‌তি‌নি ব্যবসায়ী। দীর্ঘদিন আওয়ামী লীগের তৃণমূল রাজনীতিতে সক্রিয় থাকা নজরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। আমরা সবাই মিলে তার হাতকে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

জানা গে‌ছে, মন্ত্রিসভায় নতুন সদস্যদের সংখ্যা ৭ থেকে ৯ জন হতে পারে। সংরক্ষিত নারী এম‌পি‌দের মধ্য থেকে কয়েকজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।  এক্ষেত্রে বঙ্গবন্ধুর ঘ‌নিষ্ঠ সহচর দ‌লের সা‌বেক প্রেসি‌ডিয়াম সদস‌্য প্রয়াত আতাউর রহমান খান কায়সা‌রের কন‌্যা ওয়াসিকা আয়েশার নাম শোনা যা‌চ্ছে। তাছাড়া ডাক্তার রোকেয়া সুলতানা, শামসুন্নাহার চাপাসহ আরও কয়েকজনের নাম আলোচনায় আছে বলে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ সূত্রগুলো বিভিন্ন জায়গায় আভাস দিয়েছেন।

নতুনদের দু-একজন টেক‌নো‌ক্রেট কোটায় যুক্ত হতে পারেন। এরই মধ্যে কিশোরগঞ্জের এক সাবেক পু‌লিশ কর্মকর্তার নির্বাচনী এলাকায় তার কর্মী-সমর্থকরা উল্লাস প্রকাশ করছেন বলে জানা গেছে। যিনি গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি।

নজরুল ইসলাম চৌধুরী এম‌পি

শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হতে পারে গুঞ্জন থাক‌লে ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব বৃহস্প‌তিবার বিষয়‌টি এ‌ড়ি‌য়ে যান। ত‌বে স‌চিবাল‌য়ে নতুন ম‌ন্ত্রী প্রতিম‌ন্ত্রিদের জন‌্য গা‌ড়ি প্রস্তুত ক‌রে রাখা হ‌য়ে‌ছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে ৩৭ সদস্যের মন্ত্রিসভা দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর বাইরে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

/নঈমুদ্দীন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়