ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বেইলি রোডে অগ্নিকাণ্ড: প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মোদির শোক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২ মার্চ ২০২৪   আপডেট: ১৭:৩৬, ২ মার্চ ২০২৪
বেইলি রোডে অগ্নিকাণ্ড: প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মোদির শোক

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। 

শনিবার (২ মার্চ) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজের পাশাপাশি গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে নরেন্দ্র মোদি বলেছেন, এ দুঃসময়ে বাংলাদেশের পাশে আছে ভারত। সেই সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ চিন্তা-ভাবনা ও প্রার্থনা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে। 

আরো পড়ুন:

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৪৬ জন। আহত ১৩ জনের মধ্যে ছয়জনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসায় গঠন করা হয়েছে ১৭ সদস্যের মেডিক্যাল বোর্ড।

হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়