ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

জাতীয় পাট দিবসে পুরস্কার পাচ্ছে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ৫ মার্চ ২০২৪  
জাতীয় পাট দিবসে পুরস্কার পাচ্ছে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

পাটখাতে বিশেষ অবদানের জন্য এবার ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দিচ্ছে সরকার। আগামীকাল জাতীয় পাট দিবসে এ সম্মাননা দেওয়া হবে। 

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। 

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, সুব্রত শিকদারসহ (অতিরিক্ত সচিব) মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জাহাঙ্গীর কবির নানক বলেন, পরিবেশবান্ধব বিবেচনায় বিশ্বব্যাপী পাট ও পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে। এই সুযোগ নেওয়ার জন্য পাটপণ্যে বৈচিত্র্য আনা হবে এবং পাটশিল্পকে লাভজনক করার উদ্যোগ অব্যাহত থাকবে। পাটশিল্পে বেসরকারি খাতের উদ্যোগ উৎসাহিত করা হবে।

মন্ত্রী বলেন, অন্য বছরের মতো আগামীকাল ৬ মার্চ ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদযাপন করতে যাচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’। এ উপলক্ষে আগামী ১৪ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাট দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

আসাদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়