ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৭ মার্চ ২০২৪  
ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক 

দ্বাদশ জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মার্চ) জাতীয় সংসদ ভবনে মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এমপির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি, এইচ এম ইব্রাহিম এমপি ও মো. রশীদুজ্জামান এমপি অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ তাদের পরিবারের সব শহিদ সদস্য, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনের সব শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। 

বৈঠকে উপস্থিত সদস্য ও কর্মকর্তাদের পরিচিতি পর্ব শেষে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম এবং আসন্ন রমজান ও হজ বিষয়ে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এএএম/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়