ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

দুই ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি হাতিরপুলের আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১৪ মার্চ ২০২৪   আপডেট: ২০:৪৪, ১৪ মার্চ ২০২৪
দুই ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি হাতিরপুলের আগুন

ভবনের ভেতরে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পরও রাজধানীর হাতিরপুলের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। ভবনের ভেতরে অক্সিজেনস্বল্পতার কারণে অক্সিজেন মাস্ক পরে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ওই ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন রাইজিংবিডিকে বলেছেন, ভবনের ভেতরে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, আগুনের তীব্রতা কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটানোর পাশাপাশি ভবনে কেউ আটকা আছে কি না, সে বিষয়ে তল্লাশি চালাচ্ছে। দোতলার বিভিন্ন জানালা ও দরজার কাচ ভেঙে সেখান দিয়ে পানি দিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়