পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক
দ্বাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মার্চ) কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয়, বন ব্যস্থ্যাপনা ও সংরক্ষণ, রাবার সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকে সকল প্রকার দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে মন্ত্রণালয় গুলোর সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণসহ নতুন বনাঞ্চল সৃষ্টির ব্যবস্থা গ্রহণের জন্যও সুপারিশ করেন কমিটি।
বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, আসম ফিরোজ, মো. শাহাব উদ্দিন, মো. আব্দুল ওদুদ, তানভীর শাকিল জয়, গালিবুর রহমান শরীফ, এসএম আতাউল হক, মো. ছানুয়ার হোসেন ছানু ও আরমা দত্ত অংশগ্রহণ করেন।
বিশেষ আমন্ত্রণে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বৈঠকে অংশ নেন।
এছাড়া বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসাদ/এনএইচ