ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

বঙ্গবন্ধুর ডাকে পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুলেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ২৬ মার্চ ২০২৪   আপডেট: ১৪:৪১, ২৬ মার্চ ২০২৪
বঙ্গবন্ধুর ডাকে পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুলেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে উদ্বুদ্ধ হয়ে রাজারবাগের পুলিশ সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। বাঙালি জাতি তাদের আত্মোৎসর্গ কখনো ভুলবে না।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগে পুলিশ সদস্যরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল তা কোনোদিন ভোলার নয় এবং তাদের সাহসী প্রতিরোধের কারণে পাকহানাদার বাহিনী পিছু হটে যেতে বাধ্য হয়। যদিও সেদিন পাকহানাদার বাহিনীকে মোকাবিলা করতে গিয়ে অনেক পুলিশ সদস্যকে প্রাণ হারাতে হয়েছিল।

আরো পড়ুন:

এর আগে সকালে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে পুলিশের পক্ষ থেকে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলামসহ কর্মকর্তারা।

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়