ঢাকা     মঙ্গলবার   ০১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৬ ১৪৩১

জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লির ঢল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ৫ এপ্রিল ২০২৪  
জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লির ঢল

মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় নামাজ আদায় করেন অসংখ‌্য মুসল্লি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার (৫ এপ্রিল) পবিত্র রমজানের শেষ জুমার জামাতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। নামাজ শেষে মা-বাবা ও আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত; নির্যাতিত মুসলিম উম্মাহ, বিশেষ করে ফিলিস্তিনবাসীর মুক্তিসহ দেশ, জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। 

মোনাজাত করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন। তিনি বলেন, ‘হে আল্লাহ, জালিমের কবল থেকে ফিলিস্তিনের নারী-শিশু-বৃদ্ধদের হেফাজত করো। বায়তুল মোকাদ্দাসকে মুক্ত করে দাও, ফিলিস্তিনকে স্বাধীন করো। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করো। অভাব দূর করে দাও। বালা-মুসিবত থেকে দেশ ও জাতিকে হেফাজত করো।’ 

 আজ দুপুর ১২টার মধ্যেই বায়তুল মোকাররম মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় নামাজ আদায় করেন অসংখ‌্য মুসল্লি। এ সময় মুসল্লিদের ভোগান্তির শিকার হতে হয়। জুমাতুল বিদায় মুসল্লি বাড়বে জেনেও ব‌্যবস্থা না নেওয়ায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা। 

জুমাতুল বিদাকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের আশেপাশে বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস‌্য মোতায়েন করা হয়। 

নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়