ঢাকা     মঙ্গলবার   ০১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৬ ১৪৩১

শহর বাঁচাতে দখল-দূষণ রোধে কঠিন সিদ্ধান্ত নিতে হবে: ডিএনসিসির মেয়র

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ৬ এপ্রিল ২০২৪  
শহর বাঁচাতে দখল-দূষণ রোধে কঠিন সিদ্ধান্ত নিতে হবে: ডিএনসিসির মেয়র

গুলশান সোসাইটির গোলটেবিল বৈঠকে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরকে বাঁচাতে দখল ও দূষণ রোধে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এসবের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘অগ্নি প্রতিরোধ ও নিরাপত্তা: আমাদের সম্প্রদায়কে রক্ষা করা‘ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, সবার সমন্বয়ে একটা গাইডলাইন তৈরির মাধ্যমে অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা করা সম্ভব। 

অগ্নিদুর্ঘটনা থেকে মানুষকে বাঁচাতে সচেতনতা তৈরির পাশাপাশি ভবন নির্মাণ নীতিমালা বাস্তবায়নে ফায়ার সার্ভিস, রাজউক এবং গুলশান সোসাইটির নীতিনির্ধারকদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে গুলশান সোসাইটি। বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসির মেয়র বলেন, দখল এবং দূষণ রোধে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এসবের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মানুষকে নিরাপদ রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়ে মেয়র বলেন, নকশায় একরকম থাকবে আর বাস্তবে অন্যরকম বিল্ডিং করা হবে, এরকম হতে দেওয়া যাবে না। 

মেয়া/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়