ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

কমলাপুরে আজও ঘরমুখো মানুষের চাপ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১৭:৩৮, ৯ এপ্রিল ২০২৪
কমলাপুরে আজও ঘরমুখো মানুষের চাপ

কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের চাপ/ ছবি: সুকান্ত বিশ্বাস

ঘনিয়ে এসেছে ঈদ। শেষ সময়ে বাস, লঞ্চ টার্মিনালের মতো চাপ বেড়েছে কমলাপুর রেলস্টেশনেও। মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর থেকেই কমলাপুর রেলস্টেশন থেকে ছাদভর্তি যাত্রী নিয়েই রওনা করছে ট্রেন। কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহ-জামালপুর আর উত্তরবঙ্গের সবগুলো ট্রেনেই ছিল উপচেপড়া ভিড়। ট্রেনে গাদাগাদি করেই বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ।

তীব্র গরমে ভোগান্তি বাড়লেও প্রতিটি ট্রেন কমলাপুর থেকে শিডিউল মেনে সঠিক সময়ে ছাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, ঈদে বাড়ি ফেরার তাগিদে সকাল থেকে স্টেশন ভিড় করছেন যাত্রীরা। অনেকের ট্রেনের সময় হয়নি, কিন্তু আগেই চলে এসেছেন। অনেকে টিকিট পাননি, কিন্তু এসেছেন কোনোভাবে যাওয়া যায় কি-না। টিকিট কাউন্টারের সামনেও কিছু লোকের জটলা চোখে পড়েছে।

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৭টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কমলাপুর ছেড়েছে। আজ সকাল থেকে যাত্রীদের চাপ বাড়লেও সবগুলো ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়ে গেছে। যাত্রী সাধারণের কোনও অভিযোগ-আপত্তি নেই। দিনের বাকি সময়ও নিরাপদ যাত্রা হবে বলে আশা করছি।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়