ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ১১:২৪, ১২ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:৫৬, ১২ এপ্রিল ২০২৪
রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর ডেমড়ার কোনাপাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী চঞ্চল মিয়া (২৮) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই দুর্ঘটনায় আহত মো. শাহ আলম (২৪) নামের আরেক যুবক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। আহত দুই যুবককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে ডেমড়া থানা পুলিশ। তাদের মধ্যে চঞ্চল মিয়া রাত সোয়া ১০টার দিকে মারা যান।

ডেমড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব দাস সনেট বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুই যুবক মোটরবাইকে করে যাওয়ার সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। আমরা খবর পেয়ে তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চঞ্চল মারা যান। দুর্ঘটনায় চঞ্চলের ডান পা থেঁতলে গেছে। শাহ আলমের দুই পা ভেঙে গেছে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে শাহ আলমের পায়ে অস্ত্রোপচার চলছে।

রাজিব দাস আরও বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইক নিয়ে তারা দুজন রং সাইড দিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিলেন। তখন দ্রুত গতির একটি মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

নিহত চঞ্চলের খালাতো ভাই আবু বকর সিদ্দিক জানান, চঞ্চলের বাড়ি নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার রসুলপুর গ্রামে। চঞ্চলের বাবার নাম হারুন মিয়া। চঞ্চল নিজ এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তিনি তিন সন্তানের বাবা ছিলেন।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়