ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুমার নামাজে দেশ-জাতির মঙ্গল কামনা করে দোয়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১২ এপ্রিল ২০২৪  
জুমার নামাজে দেশ-জাতির মঙ্গল কামনা করে দোয়া

বৃহস্পতিবার দেশব্যাপী উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ ও বৈশাখের ছুটির ফাঁদে দেশ। রাজধানী ছেড়েছে লাখ লাখ মানুষ। ঢাকা অনেকটাই ফাঁকা। তার প্রভাব দেখা গেল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মসজিদে। 

শুক্রবার (১২ এপ্রিল) বায়তুল মোকাররমের মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিলো কম। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম জুমার নামাজে ইমামতি করেন। তিনি তার বয়ানে বলেন, রমজান আমাদের মাঝ থেকে চলে গেছে। তবে রমজানের তাকওয়া আমাদের মাঝে যেন সারা বছর থাকে। রমজান যেমন পাপ থেকে আমাদের বিরত রেখেছে তেমনি সব সময় যেন তা অব্যাহত থাকে।

তিনি বলেন, যারা হজের নিয়ত করেছেন আল্লাহর যেন তাদের নিয়ত কবুল করেন এবং যারা ওমরাহ করার নিয়ত করেছেন, তাদের আল্লাহ যেন ওমরাহ করা তৌফিক দান করেন। নামাজ শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন। মোনাজাতে তিনি বালা-মুসিবত থেকে সবার মুক্তি কামনা করেন। 

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়