ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

চৈত্র সংক্রান্তি আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১৩ এপ্রিল ২০২৪  
চৈত্র সংক্রান্তি আজ

চৈত্র মাসের শেষ দিন আজ। বাংলা মাসের এই দিনটিকে চৈত্র সংক্রান্তি বা সংক্রান্তির দিন বলা হয়। আগামীকাল রোববার (১৪ এপ্রিল) পালিত হবে পহেলা বৈশাখ, বাংলা নতুন বছর ১৪৩১।

চৈত্র সংক্রান্তি আবহমান বাংলার চিরায়ত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে প্রতিবছরই তাই চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে নানা আয়োজন। 

মনে করা হয়, চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন। এজন্য চৈত্র সংক্রান্তি বাঙালির আরেকটি বড় অসাম্প্রদায়িক উৎসব।

দিনটিকে ঘিরে প্রতিবছর গ্রাম-গঞ্জে নানা ধরনের মেলা ও উৎসব হয়। চৈত্র সংক্রান্তির দিন সনাতন ধর্মাবলম্বীরা শাস্ত্র মেনে স্নান, দান, ব্রত, উপবাস করে থাকেন। এছাড়াও নিজ নিজ বিশ্বাস অনুযায়ী অন্য ধর্মাবলম্বীরাও নানা আচার-অনুষ্ঠান পালন করেন। 

হালখাতার জন্য ব্যবসাপ্রতিষ্ঠান সাজানো, লাঠিখেলা, গান, সংযাত্রা, রায়বেশে নৃত্য, শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়