ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ট্রেনের ফিরতি যাত্রা শুরু, যাত্রীর চাপ নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৩ এপ্রিল ২০২৪  
ট্রেনের ফিরতি যাত্রা শুরু, যাত্রীর চাপ নেই

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর শেষে বাংলাদেশ রেলওয়ের ফিরতি যাত্রা শুরু হয়েছে আজ। যদিও দেশের বিভিন্ন গন্তব্য থেকে যাত্রীদের রাজধানীতে আগমন ছিল কম। তবে ট্রেনগুলোতে আজও ঢাকার বাইরে অনেক যাত্রী গ্রামের বাড়িতে যাচ্ছেন।

শনিবার (১৩ এপ্রিল) ট্রেনের টিকিট ১০ দিন আগে বিক্রি করেছে রেলওয়ে। এদিন সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, আজ ট্রেন অনেকটাই ফাঁকা ছিল।

স্টেশনে কর্মরতরা বলেন, পহেলা বৈশাখ বা নববর্ষ উপলক্ষে রোববারও ছুটি, হয়তো পরশুদিন থেকে ট্রেনে চাপ বাড়বে।

ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের ফিরতি যাত্রা হবে সাত দিনব্যাপী। আজ প্রথম দিনে ভোর রাত থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসে পৌঁছেছে।

এদিন ট্রেন অনেকটা ফাঁকা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

বাংলাদেশ রেলওয়ে ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয় ৩ এপ্রিল; ১৪ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয় ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট বিক্রি  শুরু হয় ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয় ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয় ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয় ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয় ৯ এপ্রিল। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর ২ ঘণ্টা আগে থেকে প্রারম্ভিক স্টেশন থেকে বিক্রি করা হয়।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়