ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

মালদ্বীপে ‘মুজিবনগর দিবস’ পালন 

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ১৭ এপ্রিল ২০২৪  
মালদ্বীপে ‘মুজিবনগর দিবস’ পালন 

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বুধবার (১৭ এপ্রিল) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ পালন করা হয়েছে। 

হাইকমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। 

অনুষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে মিশনের কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ ও প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা। এর পর মুজিবনগর ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস জানার জন্য আহ্বান জানান। 

তিনি উল্লেখ করেন, মুজিবনগর সরকারের মাধ্যমেই বাংলাদেশ তার প্রথম সরকার গঠন করে, যা মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল ও বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ এবং তাদের সমর্থন আদায়ে ব্যাপক ভূমিকা পালন করেছিল। 

সকলকে ঐতিহাসিক মুজিবনগর ভ্রমণের আহ্বান জানান হাইকমিশনার। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সবাইকে একযোগে কাজ করার জন্য অনুরোধ করেন। 

অনুষ্ঠানে হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী ও অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়