ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

২ মে থেকে ইতালির ভিসার ফাইল জমা নেওয়ার ঘোষণা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:৫১, ২৩ এপ্রিল ২০২৪
২ মে থেকে ইতালির ভিসার ফাইল জমা নেওয়ার ঘোষণা

ইতালির ওয়ার্ক ভিসার আবেদনকারীদের আগামী সোমবার (২২ এপ্রিল) থেকে অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু করবে। আগামী ২ মে থেকে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ফাইল জমা নেওয়া শুরু হবে।

ভিএফএস গ্লোবাল রোববার (২১ এপ্রিল) এ তথ্য জানায়।

এতে আরও উল্লেখ করা হয়, ইতালির ওয়ার্ক ভিসা আবেদনকারীদের ধৈর্য ধরে অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের জন্য তাদের ই-মেইল চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ধীরে ধীরে আগে এলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ করা হবে৷

আরো পড়ুন:

৫ মাসেরও বেশি আগের নুল্লা ওস্তাসের ধারকদের অগ্রাধিকার দেওয়া হবে বলে ভিএফএস গ্লোবাল জানিয়েছে। আবেদনকারীদের বৈধ এবং যাচাই করা নুল্লা ওস্তার মেয়াদ শেষ হবে না, যদি সংশ্লিষ্ট আবেদনকারী ছয় মাসের মেয়াদের মধ্যে ই-মেইলটি পাঠান।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়