ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। মো. আসাদুজ্জামান সোহেল ব্যাপারী (৩৮) নামের ওই হাজতি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হলে কারারক্ষীরা ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করে।
কারারক্ষী মো. সুজন জানান, দুপুরের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে আমরা ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। মো. আসাদুজ্জামান কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিল। তার বাবার নাম আব্দুল আউয়াল বেপারী।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।
/এনএইচ/