তাপপ্রবাহ থাকতে পারে আরও ৩ দিন: আবহাওয়া অধিদপ্তর
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:০৬, ২৫ এপ্রিল ২০২৪

গরমে ক্লান্ত বৃদ্ধ বিশ্রাম নিচ্ছেন। ছবি সংগৃহীত
দেশজুড়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও অন্তত ৩ দিন অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ কথা জানিয়ে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এই সময়ে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়তে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, সারা দেশে আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ দিয়েছে আবহাওয়া অফিস। কারণ, আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই।
পারভেজ/হাসান/কেআই